Post# 1594619180

13-Jul-2020 11:46 am



প্রতিটা জিনিসের একটা সময় আছে।
প্রতিটা জিনিসের একটা শেষ আছে।
তার কাজ সে করেছে, এখন শেষ।
এর পর নতুন যুগ, নতুন সমস্যা, নতুন সমাধান।


কওমি মাদ্রাসাগুলোর কি হলো তাতে আমার কি?

আমার এই যে আমি আলেমদের থেকে ইলম আর মাসলা নেই। কাকে অনুসরন করবো সেই সমস্যা।

"কোরআন হাদিস অনুসরন করলে?"

তবে প্রতি বছরই আমাকে বলতে হবে "আমি গত বছর ভুলের উপর ছিলাম, কিন্তু এই বছর ঠিক"। কারন গত বছর এই আয়াত জানতাম না, বা সেই হাদিস পড়ি নি।


এত দিন পর্যন্ত দেখতাম ইলম আর রাহাবারি [পথ প্রদর্শন] এর কেন্দ্র ছিলো ভারতে। মাওলানা আশরাফ আলি, মাওলানা জাকারিয়া, তবলিগের মুরুব্বি। সব।

এখন ২০২০ এ দেখছি কি করে এটা শিফট হয়ে চলে গিয়েছে পাকিস্তানে। মুফতি তাকি উথমানি হটাৎ করে এখন এই উপমহাদেশের মুসলিমদের মূল রাহাবার যেটা গত বছরও সেরকম ছিলেন না। তবলিগের কেন্দ্রও আর নিজামুদ্দিনে নেই।


ইলমের কেন্দ্র শত বছরে বদলায়। ফাজায়েলের কিতাবে মাদ্রাসা বলতে কেবল "নিশাপুরের" কথা বার বার এসেছে যে শহরে এগুলোর এখন আর কোনো আদি চিহ্ন পর্যন্ত নেই।

এর পর ছিলো দিল্লি। এখন শেষ প্রান্তে। তারো আগে ছিলো দামস্ক, বাগদাদ। বহু আগে ছিলো মদিনা।


কওমি অংগনে অনেক ঝড় তুফান চলছে।
এর পর কি হয়, দেখার অপেক্ষায়।
যত দিন আল্লাহ তায়ালা বাচিয়ে রাখেন।

    Comments:
  • ^ Where we draw the line is based on how much we expect of that person, or what we view him as.

    My hero : "I didn't expect this from you."
    My enemy : "I knew it."

  • There's always a reason, and things are always a bit more complicated than its face value. But explaining on it is like explaining a joke. It's said, one gets the joke after the explanation, but it no longer looks funny to him.

13-Jul-2020 11:46 am

Published
13-Jul-2020