চামড়া :
১
গরিব কেউ আসলে তাকে ফ্রিতে চামড়া দিয়ে দেন। বা মাদ্রাসা থেকে আসলে বা যে কেউ।
শর্ত : চামড়াটা এখান থেকে সরিয়ে নিতে হবে এখন। যে আগে সরিয়ে নিয়ে যেতে পারবে। এখানে রাখা যাবে না।
আমি এরকম করি।
২
চামড়া খাওয়া যায়। কিন্তু কেউ খায় না কারন এতে খাদ্যমান শুন্য। পেট ভরে খেলেও এতে কোনো শক্তি ক্যলরি ভিটামিন প্রোটিন কিছুই পাবেন না।
উল্টো এটা খাওয়ার জন্য প্রোসেস করতে প্রচুর শক্তি পরিশ্রম দিতে হবে।
আর ঐ রকম পরিশ্রম করতে চাইলে এটা প্রোসেস করে কার্পেট বানিয়ে ফেলতে পারবেন। কি করে করতে হবে সেটা আছে নেটে।
৩
এবার চামড়ার দাম গত বছরের থেকেও কম হবে। গত বছর ছিলো ১০ টাকা পিস। শেষে মূল্যহীন। উল্টো নিজের পকেট থেকে টাকা দিতে হতো ফেলে দিয়ে আসার জন্য।
তাই কোনোটাই না হলে গর্ত করে মাটি চাপা দিয়ে দিন। পাপ নেই।
- Comments:
- অনুমতি নেয়ার দরকার নেই। এমন কি আমার নাম দেয়ারও দরকার নেই।
https://www.facebook.com/habib.dhaka/posts/10156435058713176