Post# 1594544250

12-Jul-2020 2:57 pm


বিপরিতে :


প্রতিদিন নামাজে যাই। একদিন প্রচন্ড অলসতা লাগছে। যেতে ইচ্ছে করছে না।

ঐ দিনের নামাজের সোয়াব অন্য দিনগুলোর তুলনায় সবচেয়ে বেশি। নিজের অন্তরের ইচ্ছার বিরুদ্ধে নামাজে গেলাম তাই।


আল্লাহকে দেখে বিশ্বাস আনা যায়। এর সোয়াব কম।
গায়বি মোজেজা বা কারামতি দেখে ঈমান আনা যায়।

সবচেয়ে উত্তম ঈমান হলো আরবের মরূভুমিতে উম্মিদের মাঝ থেকে উম্মি নবির কথা শুনা আর সেটা বিশ্বাস করে সে কথার উপর ঈমান আনা। আর প্রমান চাই না। বরং আল্লাহর ওয়াদা আর আমার গুনাহ নিয়ে আমি চিন্তিত।


ইহুদিরা প্রমান চাইতো। নিজের চোখে আল্লাহকে দেখতে চাইতো। তাদেরকে আল্লাহ তায়ালা দেখিয়েছে। এর পরও তারা পথভ্রষ্ট, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারন করে আভিশপ্ত।

কারন আল্লাহ যতবার প্রমান দেখান, তত বার তাদের শরিয়ত কঠিন করে দেন, যেটার উপর তারা থাকতে পারে না।,


ইহুদিরা দুনিয়ায় সবচেয়ে ইন্টিলেকচুয়াল জাতি। এই যুগেও সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু জান্নাত বঞ্চিত।

আর আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি জান্নাতি করছেন উম্মি নবির উম্মতকে। যাদের নিজস্ব চয়েস নেই। প্রশ্ন নেই। আছে আল্লাহর ভয়, বাধ্যতা আর আল্লাহর কাছে চাওয়া।


এর পর নাস্তিকরা তাদের যুক্তি নিয়ে আসলো। আমি কি করবো?

বলবো :
শুনলাম। বুঝলাম। এবং এই সবগুলো কথা প্রমান যুক্তিকে আমি অবিশ্বাস করছি। আর এর বিপরিতে দাড়িয়ে ইয়া আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আর আরবের মাঝে যে উম্মি নবিকে পাঠিয়েছেন উনার প্রতিটা কথা সত্য।

আপনি আমাকে ক্ষমা করেন। আমার গুনাহকে মাফ করেন।
জান্নাত থেকে আমাদের বঞ্চিত করবেন না।

    Comments:
  • আল্লাহ তায়ালা উনার নবির উপর অসংখ্য সালাত সালাম পাঠান।

12-Jul-2020 2:57 pm

Published
12-Jul-2020