Post# 1594515117

12-Jul-2020 6:51 am


#আশা
أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
আবু হুরাইরা রাঃ বলেন শুনেছি রাসুলুল্লাহ ﷺ বলেছেন

إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا
কোনো বান্দা গুনাহ করলো

فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ـ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ ـ فَاغْفِرْ لِي
এর পর বললো : আমার রব! আমি গুনাহ করে ফেলেছি! মাফ করেন!

فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي‏
তার রব বলেন : আমার বান্দা জানে যে তার একজন রব আছে যে মাফ করে বা ধরে। আমার বান্দাকে আমি মাফ করলাম।

ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا، فَقَالَ رَبِّ أَذْنَبْتُ ـ أَوْ أَصَبْتُ ـ آخَرَ فَاغْفِرْهُ‏.‏

এর পর আল্লাহ যতদিন চান সে বিরত থাকে। এর পর সে আবার গুনাহ করে ফেলে। বলে আমার রব আমি অন্য গুনাহ করে ফেলেছি। আমাকে মাফ করেন।

فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي

আল্লাহ বলেন : আমার বান্দা জানে যে তার রব আছে যে তাকে মাফ করতে পারে বা পাকড়াও করতে পারে। আমি আমার বান্দাকে মাফ করলাম।

ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا ـ وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا ـ قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ ـ أَوْ أَذْنَبْتُ ـ آخَرَ فَاغْفِرْهُ لِي‏

এর পর সে আল্লাহ যতদিন চান বিরত থাকে। আবার গুনাহ করে ফেলে। বলে আমার রব আমি আরেকটা গুনাহ করে ফেলেছি। আমাকে মাফ করেন।

فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ـ ثَلاَثًا ـ

আল্লাহ বলেন : আমার বান্দা জানে যে তার রব আছে যে তাকে ক্ষমা করতে পারে বা এর জন্য ধরতে পারে‏। তৃতীয়বার বলেন।

فَلْيَعْمَلْ مَا شَاءَ
এর পর আল্লাহ বলেন : এখন সে যা চায় করুক।

বুখারি শরিফের হাদিস।

12-Jul-2020 6:51 am

Published
12-Jul-2020