মৃত্যুর সময়কার দোয়া :
হাদিস :
لَقِّنُوا مَوْتَاكُمْ
তোমাদের মৃতদের পড়তে বলো
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ
سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
[উপরের তিনটা লাইন]
قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ لِلأَحْيَاءِ
জিজ্ঞাসা করা হলো : ইয়া রাসুলুল্লাহ ﷺ জিবিতরা যদি পড়ে?
قَالَ أَجْوَدُ وَأَجْوَدُ
বললেন : আরো ভালো, আরো ভালো।
ইবনে মাজার হাদিস। জয়িফ।
https://sunnah.com/urn/1315140
মহামারি চলছে। যার যে কোনো সময় ডাক আসতে পারে। মুখস্ত করে নেই। ডাক আসছে বুঝতে থাকলে আল্লাহকে ডাক দিয়ে আবেগ দিয়ে অর্থ বুঝে পড়ি।
মরন মুখি মানুষকে পড়ার জন্য ধাক্কি ধাক্কি জোর জবরদস্তি না করি। ডিটেলস পাবেন বিভিন্ন কিতাবে। কিন্তু তার সামনে নিজে পড়ি। সে শুনলে হয়তো নিজেই পড়বে।
জাজাকাল্লাহ।
#dua