Post# 1594430869

11-Jul-2020 7:27 am


সময় :

৮০ তে : ভাগে কোরবানি। তিন চার ফ্যমিলি মিলে এক গরু। সবাই নিজেরা নিজেদের গরু প্রোসেস করতো আগ্রহ নিয়ে। আর দুই এক জন যারা কসাই দিয়ে প্রোসেস করতো তাদের মনে করা হতো হাসির পাত্র। কোরবানীর রুহ আর আসল সোয়াব থেকে দূরে। তারা গোস্ত খাওয়া পার্টি, শো অফ।

'০০ এ : সবাই কসাই দিয়ে গরু বানায়। কেউ নিজে না। আর যারা অনলাইনে দেয় তাদেরকে মনে করা হয় কোরবানীর রুহ আর আসল সোয়াব থেকে দূরে।

২০ এ : ট্রেন্ড এখন সবার অনলাইনে কোরবানি দেয়ার। প্রোসেস করে পাঠিয়ে দেবে ঝামেলা শেষ।

এটা টেনে আরো আগেও নিতে পারি। যেটা দেখি নি কিন্তু শুনে ফিল করছি। যেমন :

৬০ এ : সবাই নিজের পালা গরু কোরবানি দিতো। যেটা তার সবচেয়ে প্রীয়। কারন ইব্রাহিম আঃ এর কোরবানীর কথা চিন্তা করে। আর যারা হাট থেকে গরু কিনে এনে কোরবানী দেয়? যেখানে কোনো ইমোশোনাল কানেকশন নেই? তাদেরকে মনে করা হতো কোরবানীর আসল রুহ থেকে বঞ্চিত।

সব বদলায়।
তাই নিজে ভালোটা আমল করি।
বাকি সব কিছু সময়ে বদলায়।

11-Jul-2020 7:27 am

Published
11-Jul-2020