Post# 1594429328

11-Jul-2020 7:02 am


সুন্নাহ : নিজে আমল করি। এটা নিয়ে তর্ক না করে আর এ দিয়ে অন্যকে জাজ না করে।

কারন তর্ক আর 'সে খারাপ আমি উত্তম' ধারনা করা আরম্ভ করলে আপনি একে বহু দূর নিতে পারবেন।


আমাদের সময় ৮০র দিকে সুন্নাহ নিয়ে তর্ক ছিলো কে কলার সহ জামা পড়েছে কে পড়ে নি সেটা নিয়ে।

যেমন কেউ দ্বিনের কথা বলছে। অন্য একজন এসে বলবে : আপনি যে দ্বিনের কথা বলছেন আপনার মাঝেই তো সুন্নাহ নেই। কলার সহ জামা পড়েছেন। রাসুলুলুল্লাহ ﷺ কি কখনো কলার সহ জামা পড়েছে? আর যার মাঝে সুন্নাহ নেই তার কথা শুনা নিষেধ।

আর এ যুগে শার্ট প্যন্ড পড়া ক্লিন সেইভ ছেলে ফেসবুকে অন্যদের মডারেট মুসলিম বলে গালি দিচ্ছে। মানে সে নিজেকে মডারেট মনে করছে না।


উত্তম হতো যদি নিজেদের মাঝে সার্কেল করে আমরা "এটা-ওটাকে সুন্নাহ ধরে নিয়ে আমল করবো" বলে সবাই নিজেরা আমল করতো। কোনো তর্ক নেই। আক্রমন নেই। বরং উৎসাহ দেই। যে আগ্রহী সে আমল করবে। যে করবে না তাকে ঘৃনা না করি। খারাপ মুসলিম ধারনা না করি।

কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ না এটা যুগের সাথে বদলাতে দেখেছি। একেক কালে একেকটা। একেক দলের কাছে একেকটা। একেক সময় একেকটা "সবচেয়ে গুরুত্বপূর্ন" সুন্নাহ।

তাই আমল করা ঠিক আছে। ঠোকা ঠুকিটা খারাপ।

আল্লাহ তায়ালা আমাদের দ্বন্ধ আর অন্য মুসলিমদের ঈমানকে মূল্যহীন ধারনা করা থেকে হিফাজত করুন। এক সাথেই আল্লাহর দিকে ফিরবো।

11-Jul-2020 7:02 am

Published
11-Jul-2020