হযরত জাবের রাঃ এর পিতা ছিলেন আব্দুল্লাহ বিন হারাম।
১
উনি ওহদের যুদ্ধের সময় ছেলেকে বলেন : ছেলে! আমার মনে হচ্ছে কালকে আমি মারা যাবো এবং প্রথমেই মারা যাবো। রাসুলুল্লাহ ﷺ এর পর তোমাকে সবচেয়ে ভালো বাসি। তাই আমি কিছু ঋন রেখে যাচ্ছি সেগুলো পরিশোধ করো আর তোমার বোনদের দেখাশুনা করো।
ওহুদের যুদ্ধে উনি প্রথম শহিদদের একজন হন। লাশ কেটে বিকৃত করে ফেলা হয়। পরিবার কান্না করছেন।
রাসুলুল্লাহ ﷺ বলেন : তোমরা কান্না করো আর না করো ফিরিস্তারা এই লাশে ছায়া দিচ্ছে তাদের ডানা দিয়ে যতক্ষন না তার লাশ এখান থেকে সরাও।
উনাকে ওহুদের ময়দানে দাফন করা হয় আরো ৭০ শহিদের সাথে।
রাসুলুল্লাহ ﷺ জাবের রাঃ বললেন : হে জাবের তোমার মন খারাপ কেন?
বললেন : আমার পিতা ঋন রেখে আর সন্তান রেখে মারা গিয়েছেন।
উনি ﷺ বললেন : আমি তোমাকে বলবো তোমার পিতাকে আল্লাহ তায়ালা কি পুরষ্কার দিয়েছেন?
বললেন : বলেন।
উনি ﷺ বললেন : আল্লাহ তায়ালা পর্দার আড়ালে থেকে ছাড়া কারো সাথে কথা বলেন না। কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন।
আল্লাহ তাকে বলেন : يَا عَبْدِي تَمَنَّ عَلَىَّ أُعْطِكَ
আমার গোলাম। আমার কাছে চাও আমি তোমাকে দেবো।
উনি বললেন : يَا رَبِّ تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً
আমার রব! আমাকে আবার জীবিত করেন, দ্বিতীয় বার আপনার জন্য কতল হবো।
আল্লাহ বললেন : إِنَّهُ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لاَ يَرْجِعُونَ
আমার পক্ষ থেকে ঘোষনা হয়ে গিয়েছে দুনিয়াতে কেউ ফিরবে না।
উনি বললেন : يَا رَبِّ فَأَبْلِغْ مَنْ وَرَائِي
ইয়া রব! তবে আমার পেছনে যারা আছে তাদের জানিয়ে দিন।
এর পর আল্লাহ তায়ালা নাযিল করেন :
وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ
যারা আল্লার রাস্তায় কতল হয়েছে তাদের মৃত বলো না। তারা জিবিত তাদের রবের কাছে তাদের রিজিক দেয়া হয়।
২
ঘটনার ১৪০০ বছর পরেও মদিনাতে বৃষ্টি আর বন্যা হয় এই ১৯৫০ সালের দিকে। ওহুদের মাঠে পানি চলে আসে। বহু লোককে স্বপ্নে দেখানো হয় ওহুদের শহিদদের কষ্ট হচ্ছে, ব্যবস্থা করো। সরকার ব্যবস্থা করে।
৩
আমরা আল্লাহর দিকে ফিরছি।