"আমি দ্বিনদ্বার হতে চাই। কি করবো?"
ইনবক্সে কয়েকজন ইয়ং এই প্রশ্নটা করেছে, তাদের জন্য।
এর জন্য প্রথম ধাপ হলো : পাচ ওয়াক্ত নামাজ পড়া মসজিদে জামাতের সাথে। ১০ মিনিট আগে গিয়ে প্রথম কাতারে। করোনায় যদি মসজিদে না যেতে পারেন তবে ঘরে নামাজের ওয়াক্ত হবার পরে দেরি না করে। ওয়াক্তের ১০ মিনিটের মাঝে নামাজ আরম্ভ।
দ্বিতীয়তঃ বাপ-মাকে কষ্ট না দেয়া।
এখন এই দুটো জিনিস করতে থাকেন। বাকি লম্বা জীবন আছে, সামনে আরো জেনে নিতে পারবেন ইনশাল্লাহ।
জাজাকাল্লাহ।