Post# 1594313482

9-Jul-2020 10:51 pm


#কোরবানি

ধারনা করছি এই বছর অনলাইনে কোরবানি দেয়ার জন্য এত বেশি মানুষ আগ্রহ দেখাচ্ছে যে সার্ভিস প্রোভাইডাররা এত দিতে তৈরি না।

বেংগল ওয়ালাদের ঈদের পরের দিনের ডেলিভারি সাইটে আপলোডের প্রথম দিনই শেষ। এর পর দ্বিতীয়, তৃতীয় দিনের ডেলিভারিও শেষ। এখন নিলে চতুর্থ দিন নিতে হবে।

সরোবোর ওয়ালারাও এর থেকে ভালো কন্ডিশনে থাকবে মনে করি না। বেংগল প্রতিদিন দেবে ১০০ কোরবানি। সরোবোর দিচ্ছে ২০ টা।

তাই পুরানো কায়দায় করবো ইনশাল্লাহ। এটা নিয়ত। হাট থেকে কিনে এনে গ্যরেজে জবাই।

খরচ ২০% কম। কিন্তু ঠিক মতো মেনেজ না করতে পারলে রিস্ক আছে।

- ইনজেকশন দেয়া বা আসুস্থ গরু কেনা। পরে গরু মরে যাওয়া।

  • গরুকে বিক্রির আগেই ট্রাকে আনতে এবং হাটে অতিরিক্ত কষ্ট দেয়া।
  • কসাই যারা গরু বানাবে তারা ১০-২০ কেজি করে গোস্ত চুরি করা।
  • এর পর হাটের ইজারা, এলাকার ময়লা পরিষ্কারের নামে চাদা বাজি।
  • এর পর মেজিস্ট্রেট আর জালেম।

    কিন্তু এটাই লাইফ। পরিক্ষা। পথ এখান থেকে খুজে নিতে হবে। আর কষ্টের পুরস্কার আল্লাহর কাছ থেকে।

    9-Jul-2020 10:51 pm

  • Published
    9-Jul-2020