Post# 1594303407

9-Jul-2020 8:03 pm


#আশা

قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ

রাসুলুল্লাহ ﷺ বলেন

ضَحِكَ رَبُّنَا مِنْ قُنُوطِ عِبَادِهِ وَقُرْبِ غِيَرِهِ

আমাদের রব উনার বান্দাদের হতাশা দেখে হাসেন, কারন শিগ্রি তার অবস্থাকে পরিবর্তিত করে দেবেন।

قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَوَ يَضْحَكُ الرَّبُّ

আমারা জিজ্ঞাসা করলাম : ইয়া রাসুলুল্লাহ! আমাদের রব কি হাসেন?

قَالَ ‏"‏ نَعَمْ ‏"

বললেন : হ্যা।

قُلْتُ لَنْ نَعْدِمَ مِنْ رَبٍّ يَضْحَكُ خَيْرًا

আমরা বললাম : তবে যে রব হাসেন উনার ভালো থেকে আমরা বঞ্চিত হবো না।

- ইবনে মাযা। হাসান।
https://sunnah.com/urn/1301850

9-Jul-2020 8:03 pm

Published
9-Jul-2020