#আখলাক
মানুষের সাথে নম্র ব্যবহার করা
১
মালিকের কম্পানি খারাপ কাজ করেছে? মালিকের কর্মচারি যে আমার সামনে দাড়িয়ে সে এর জন্য দায়ি না। গ্রামিন ফোন টাকা খায়? এর টেলিফোন সাপোর্টে যে কথা বলছে সে এর জন্য দায়ি না।
তাই তাদেরকে গালি না দেই। এরকম কেইস আপনি হাজার হাজার পাবেন প্রতিদিন। যাকে কড়া কথা বলছি সে এর জন্য দায়ি না।
২
আমার অনেক শক্তি? অনেক ক্ষমতা? সে আমার অধ্বস্তন?
তবে প্রচন্ড শক্তি নিয়ে সোজা হয়ে দুর্বল কিন্তু দোষির সামনে দাড়িয়ে খুবই নম্র ভাষায় দরদ দিয়ে কথা বলে অনেক বেশি গেইন করতে পারবো। যেটা তাকে গালি দিয়ে বা রাগ দেখিয়ে পারবো না।
৩
আখলাক।
নেক আমল আমাকে জান্নাতে নিবে না। আমার আখলাকের উপর আল্লাহর ফয়সালা।
নম্র স্বভাবের মানুষ জান্নাতে যাবে।
রূঢ় স্বভাবের মানুষ জাহান্নামি।
দুটোর কথাই হাদিসে আছে। খুজে পেলে শেয়ার করবো ইনশাল্লাহ।
নিজের জন্য এগুলো শেয়ার করলাম।
নিজের সংশোধনের জন্য উপদেশ।