Post# 1594276740

9-Jul-2020 12:39 pm


"বাচ্চাদের কি বই দেবো?"

বাচ্চাদের বাচ্চাদের বই না দিয়ে বড়দের বই দেয়ার পক্ষপাতি আমি। আমরা যতটুকু ধারনা করি তারা তার থেকে আরো বেশি বুঝে।

বিশেষ করে ক্লাস ফাইভের উঠার পর থেকে। আর যেগুলো বুঝবে না সেগুলো তারা নিজেরা ইগনোর করে যাবে।

তাই "ছোটদের ওমর রাঃ" না দিয়ে সিরাত বিশ্বকোষ বা ইসলামের ইতিহাস। বা সাহাবাদের জীবনি সরাসরি দিয়ে দেয়া ভালো। বা বুখারি শরিফ।

বেশি হাত ধরে গাইডেন্স দেবার দরকার নেই। মাঝে মাঝে উল্টো পাল্টা প্রশ্ন করলেও তারা এর দ্বারা বিভ্রান্ত হবে না ইনশাল্লাহ। নিজরাই বুঝে নিবে।

তাই ঘরে বই কিনে রাখেন। তারা নিজেরাই বাছাই করে পড়বে। হুকুম দেয়ার দরকার নেই। কেউ পড়ুয়া, কেউ কম পড়ুয়া। যার যার আদত আল্লাহ তায়ালা যেরকম দিয়েছেন।

    Comments:
  • শেষে একটা বয়সে পৌছবেন যখন আর এত বাছাই করা ভালো লাগবে না। কোনো একটা পথকে ঠিক ধরে থিতু।
  • একটা ব্যলেন্স রাখতে হবে। অন্যদেরকেও যেন ভুল না বলি।

9-Jul-2020 12:39 pm

Published
9-Jul-2020