Post# 1594256308

9-Jul-2020 6:58 am


প্রশ্ন : "কোনো উপদেশ আপনি গ্রহন করেন না কেন?"

এর ৯৮% ক্ষেত্রে কারন হলো আমি হানাফি-দেওবন্দি ফতোয়া অনুসরন করি। আপনি করেন না। এ সম্পর্কে জানেন না। কিছু কিছু ক্ষেত্রে করলেও আকিদার ক্ষেত্রে আপনি সালাফি।

এটাই মূল কারন।

| "কিন্তু কোরআন হাদিস থেকে দলিল দিলে আপনি যে মাজহাবই হোন অনুসরন করতে হবে"

সালাফিদের ক্ষেত্রে এই নিয়ম। হানাফিদের ক্ষেত্রে না।

| "ইমাম ___ বলেছেন এই।"

হানাফি দেওবন্দি শিক্ষা বাইরে যা আছে এগুলো আমি রিজেক্ট করি না। কিন্তু এগুলো আমার জন্য উপদেশ বানি। যেখানে আপনার কাছে উনার কোটেশন ফতোয়া। তাই আপনি উনার কথা ফরজের মতো করে অনুসরন করবেন। আর আমি ভালো মনে করলে ঐচ্ছিক ভাবে অনুসরন করবো।

| "হানাফি আলেমের কোটেশন <এই> যা থেকে বুঝা যায় ..."

ফতোয়া ফতোয়ার কিতাব থেকে আমরা নেই। কোটেশনের উপর নিজের ব্যখ্যা টেনে না।

অবশেষে আপনি আমার জন্য "হক পথের" নামে যা বলছেন আর প্রেশার দিচ্ছেন সেটা আমার জন্য পথভ্রষ্টতা। এর মূল কারন আমি হানাফি-দেওবন্দি ফিকাহ অনুসরন করি, আপনি ভিন্ন কিছু অনুসরন করেন। এতটুকু।

জাজাকাল্লাহ।

9-Jul-2020 6:58 am

Published
9-Jul-2020