Post# 1594253012

9-Jul-2020 6:03 am


অনেকে "জানি না" বললে রাগ করেন।

জানি না বলায় পাপ নেই। ১০০ টা প্রশ্নে ৯৯ টাতেই আমি জানি না বলবো এটা স্বাভাবিক।

সব জবাব দিতে গেলে আন্দাজি কথা বলতে হবে। যার কোনো দাম নেই। আমার ক্ষতি।

আমি কিছু না জানলে এর পর আপনি কি করে জবাব জেনে নিবেন?

গুগুল করে। মোবাইলে এপ ব্যবহারকারিদের জন্য এটা কষ্টকর। মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগ জানে না কি করে গুগুল করতে হয়। সে ক্ষেত্রে শিখে নিতে হবে।

কেউ কেউ দ্বিনি মাসলার ক্ষেত্রে গুগুলের ব্যবহারের বিরোধি। যেমন বলে, "গুগুলে শিয়াদের কথা আসবে, কাদিয়ানিদের কথা আসবে এগুলো আপনি অনুসরন করতে চান?"

আমি এই সব কথা বলি না। বলি গুগুল করেন। আমিও গুগুল করেই বের করি। আমাকে জিজ্ঞাসা করা আর গুগুল করা সমান।

জাজাকাল্লাহ।

9-Jul-2020 6:03 am

Published
9-Jul-2020