Post# 1594224889

8-Jul-2020 10:14 pm


#আশা


হাশরের দিন।
প্রথম দিকে আল্লাহ তায়ালা প্রচন্ড রেগে থাকবেন।
শেষের দিকে এসে উনার করুনা-ক্ষমা ঝড়াতে থাকবেন।
শেষে এত বেশি মাগফিরাতের বৃষ্টি!
যে ইবলিস পর্যন্ত আশায় মুখ তুলে থাকবে
তাকেও না মাফ করে দেয়া হয়।


শেষ লোক যে জান্নাতে যাবে।

আল্লাহ তায়ালা ফিরিস্তাদের বলবেন তার কবিরা গুনাহগুলো সরিয়ে রাখো। ছগিরা গুনাহগুলো তার সামনে হাজির করো।

ফিরিস্তারা তাই করবে। এর পর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করতে থাকবে তুমি কি এটা করেছো? তুমি কি ওটা করেছো?

অস্বিকার করার উপায় নেই। সে স্বিকার যাবে। আর মনে মনে ভাববে সগিরা গুনাহগুলোতে এই অবস্থা। হায়, কবিরা গুনাহ যেন না আসে, যেন না আনে।

এর পর আল্লাহ তায়ালা বলবেন। তোমাকে ক্ষমা করা হলো। আর তোমার প্রতিটা গুনাহর জায়গায় একটা করে নেকি দিয়ে দেয়া হলো।

গুনাহর জায়গায় নেকি মানে দুনিয়ায় সে যত বেশি গুনাহ করেছে, তত বেশি নেকি।

কিছুক্ষন আগে সে চিন্তা করছিলো ইশ যেন কবিরা গুনাহ না আনে।
এখন সে বলবে : আমার তো আরো গুনাহ আছে -- সেগুলো যে দেখছি না।


আশা রাখি।
ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন।
ঈমান নিয়ে মৃত্যু বরন করি।
নিজের অন্তরকে পরিষ্কার রাখি।

আল্লাহ তায়ালা যাকে ভালোবাসেন।
শেষ আশা।

    Comments:
  • https://sunnah.com/muslim/1/375
  • Reference #1. এটা আরো বহু জায়গায় পড়েছি। নেটে খুজার পরে প্রথম রেফারেন্স যেটা পেয়েছি সেটা এটা।

8-Jul-2020 10:14 pm

Published
8-Jul-2020