Post# 1594189351

8-Jul-2020 12:22 pm


#কাহিনি

খিজির আঃ এর বুজুর্গির কথা আমরা জানি। অদৃশ্যের অনেক কিছু তিনি জানেন যেগুলো আল্লাহ তায়ালা উনাকে শিখিয়েছেন। সুরা কাহাফ দ্রষ্টব্য।

আবদালদের মাঝে একজন উনাকে একবার জিজ্ঞাসা করলেন : আপনি কি কখনো আপনার থেকেও বড় বুজুর্গ কাউকে দেখেছেন?

বললেন : হ্যা। একবার মসজিদে নববিতে আব্দুর রাজ্জাক নামে একজন বিখ্যাত মুহাদ্দিস হাদিস শুনাচ্ছিলেন। চার দিকে ভিড়। সবাই উনার চারদিকে বসে শুনছে।

কেবল এক লোক দেখি দূরে বসে আছে। মাথা হাটুতে গুজে।

আমি তাকে বললাম : সবাই এই বিখ্যাত মুাহদ্দিস আব্দুর রাজ্জাকের হাদিস শুনছে, সেটা না শুনে তুমি এখানে বসে কি করছো?

সে বললো : লোকে রাজ্জাকের গোলামের থেকে হাদিস শুনে। আমি সরাসরি রাজ্জাকের থেকে শুনি।

খিজির আঃ নিজেই বিশাল বুজুর্গ। উনি জানেন কার বুজুর্গি কত। বললেন : ও! বুজুর্গি দেখাচ্ছো? এত জানলে বলতো আমি কে?

সে হাটু থেকে মাথা তুললো। উনার দিকে তাকালো। এর পর বললো : আমার ধারনা ঠিক হলে আপনি হলেন খিজির।

এর পর খিজির আঃ বলেন। বুঝলাম সে এত উপরের লেভেলের বুজুর্গ যে আমার বুজুর্গির বোধেও এটা আসে না।

আল্লাহ তায়ালার সৃষ্টি। কত বৈচিত্র। কত রহস্য। এই রহস্য বুঝার জন্য মুসা আঃ গিয়েছিলেন খিজির আঃ এর কাছে। খিজির আঃ দেখলেন এর পরও আরো কাহিনি আছে।

ফাজায়েলে হজ্জে এর কাহিনির বর্ননা আছে।

এর কোটি বিন্দুর মাঝে ছোট্ট একটা বিন্দু অবস্থানে আমি।
আল্লাহ তায়ালা যেন আমাকে মাফ করেন।

    Comments:
  • আমি হানাফি দেওবন্দি শিক্ষা অনুসরন করি। এখানে লিখেছিলাম।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156439519318176

8-Jul-2020 12:22 pm

Published
8-Jul-2020