কমেন্ট না মুছার ফল :
আগে বলেছিলাম কি হবে। এখন মিলিয়ে দেখি কয়টা ফলেছে ২ ঘন্টায় :
- বিভিন্ন আইডলজির অনুসারিরা কমেন্টে এসে নিজ নিজ আইডলজি প্রচার করে ধারনা করবে সেগুলো যেন আমারও কথা কারন আমি তার কথার বিরোধিতা করছি না। -- Checked.
- প্রশ্নের জবাব না দিয়ে রেখে দিলে সে প্রশ্নটা বার বার করতে থাকে -- Checked.
- গালি চলতে থাকবে -- Checked.
তিনটা পেলাম। বাকি আছে এখন :
- কমেন্ট দ্রুত ফুলে ফেপে বিশাল হয়ে যাবে।
- একজন আরেকজনকে ডাকা ডাকি আরম্ভ করবে "আয় ঐ পারায় তর্ক চলতাছে। চল ইমাম খেদাই" সবাই ভিড় করবে এখানে।
- ফলোয়ারের সংখ্যা বেলুনের মতো ফুলবে। আমি বিশাল সেলিব্রিতি।
এর পরেরগুলো বললাম না। ফেসবুকে আছি ১৫ বছর ধরে। বহু বার দেখেছি একই জিনিস। ২য় ৩য় বার করে এটা সম্ভবতঃ ১৮ তম বার আমি কমেন্টে ছেড়ে দিচ্ছি যে দিকে যাক। এবং জানি এক্সাক্টলি কি হবে।
আল্লাহ তায়ালা আমাকে পথ দেখাক।
৩ বছর আগের পোষ্ট।
https://www.facebook.com/habib.dhaka/posts/10154869002403176