জমিদারের মতো আমি
মজায় আছিলাম!
মাওলা তুমি জমিদারি
করিলা নিলাম।।
ছিল আমার জরীর জামা
কত ঝলমইলা!
মাওলা তুমি কাইরা নিয়া
ছালা পিন্দাইলা।।
রাস্তা বড় লম্বা দেইখা
কান্দি যারে যার!
মাওলা তুমি কান্ধে নিয়া
করবা নাকি পার?
আমি চক্ষু দিয়া দেখতেছিলাম
জগৎ রঙ্গিলা
মাওলা, তোমার নুরানী তীর
হটাৎ মারিলা!
মাওলা, আন্ধা করিলা।।
________
গানটার গায়ক ছিলো এন্ড্রু কিশোর। মারফতি গান। অনেক আরামের জীবন ছেড়ে আল্লাহর জন্য যে রাস্তায় নেমে এসেছে তার অন্তরের কথা।
#the80s