Post# 1594030334

6-Jul-2020 4:12 pm


খবর এখন মেইনষ্ট্রিমে।

https://www.prothomalo.com/bangladesh/article/1667278/

পোলাপান বাটার জুতায় আল্লাহর নাম ছাপানো হয়েছে ছবি দেখে ফালাবে। এটা মানা যায়।

কিন্তু আলেমদের উচিৎ আয়মান নিজে বলার আগে বুঝা যে তার গ্রুপের একজন প্রাক্তন কর্মি আমেরিকায় প্রবাসি হয়ে চলে যাবার পরে কি বলেছে এর জন্য তার স্কুল দায়ি না।

আর তার বলার আগেই দায়িত্বশিলদের জানা উচিৎ ছিলো স্লিপ-ওভার আর স্লিপ-টুগেদার এক জিনিস না।

সন্দেহ থাকে? তবে সন্দেহে সে বেনিফিট পাবে। এটা যুগ যুগের নিয়ম।

"কিন্তু এই যে এলজিবিটি?" যারা সত্যিই এগুলো দেশে প্রচার করছে তাদের বিরুদ্ধে লাগেন। তখন জনসমর্থন পাবেন। রেজাল্ট পাবেন। সোয়াবও পাবেন।

আয়মান পপুলার টার্গেট। এর অর্থ এই না যে তার বিরুদ্ধে লাগলেই আমাদের লাভ।

"যারা ১০ মিনিট স্কুলকে টার্গেট করেছে তারা করেছে কেন?"

একটা গ্রুপ করেছে। তাদের ভিন্ন এজেন্ডা আছে। সেটা না জানলে আপনি সেই গ্রুপের pawn হয়ে যাবেন।

আল্লাহ তায়ালা আমাদের সামনের আসন্ন মহা-ফিতনা থেকে হিফাজত করুন।

    Comments:
  • ^ এটা নিজে বুঝার জিনিস। বুঝানোর জিনিস না। তবে আপনার প্রশ্ন সম্ভবতঃ প্রশ্ন না। কমেন্টে নিজের বুঝের প্রচার। মুছে দিচ্ছি।

6-Jul-2020 4:12 pm

Published
6-Jul-2020