Post# 1593995671

6-Jul-2020 6:34 am


এই পুরো ৫ই মে ফিয়াসকো থেকে আমার শিক্ষা :

- প্রথমে মানুষ উত্তেজিত হয়ে ছিলো শাহবাগের ঘটনা দেখে। দ্বিন মিটে যাচ্ছে। কেউ একজন ডাকলেই হলো।

- শফি সাহেব হাটহাজারি মাদ্রাসা থেকে ডাক দিলেন।

- মানুষ লাখে লাখে বেরিয়ে আসলো।

- মরলো _____।

- এর পর কওমি সনদ হলো। ঠিক ৫ বছর পর শুকরিয়া মাহফিল হলো।

- এখন শফি সাহেব দোষ দিচ্ছেন বাবুনগরিকে, উনি এজেন্ট হয়ে ডাক দিয়েছেন। মানে আমি দেই নি। বাবুনগরি বলছেন শফি সাহেবের নির্দেশ মতোই সব করেছেন। নেতারা সবাই তৌবা করছে ডাক দেয়ার পাপ থেকে।

শিক্ষা?

এর পর আর কারো ডাকে ঘর থেকে বের হচ্ছি না ইনশাল্লাহ।

- কওমি দেওবন্দি হলেও না।

  • একেবারে হক পন্থি দল হলেও না যাদেরকে আমি পূর্ন হক পন্থি মনে করি।
  • দ্বিন আমার সামনে মিটে যাচ্ছে এটা নিজের চোখে দেখতে থাকলেও না।
  • বিশ্বস্ত আল্লাহ ওয়ালা কেউ ডাকলেও না।
  • ঐ ডাকে সারা দেশের বাকি সমস্ত মুসলিম বেরিয়ে আসলেও না।
  • বিজয় সুনিশ্চিৎ বুঝেলও, না।
  • এটা ঈমানের দাবি বুঝলেও, না।

    আল্লাহ তায়ালা সমস্ত "হকের ডাক" থেকে আমাকে হিফাজত করুন।

    6-Jul-2020 6:34 am

  • Published
    6-Jul-2020