Post# 1593966247

5-Jul-2020 10:24 pm


#আখিরুজ্জামান

খবর : টিকা যদি এই বছর আসে আর সবাইকে দেয়াও হয় তবুও আমেরিকা তার আগের অবস্থায় ফিরে যেতে অনেক বছর লাগবে। বলেছে কেউ একজন।


পৃথিবী আর তার আগের জৌলসে ফিরছে না। দিনে দিনে এটা আরো পরিষ্কার হচ্ছে। তাই উন্নয়নের সবচেয়ে উচু চুড়াটা আমরা পার হয়ে এসেছি।


"এর পর লম্বা সময় যাবে রোমের সাথে তোমাদের শান্তি চুক্তির" -- আমি বিশ্বাস করি এটা ১ম বিশ্বযুদ্ধ পরবর্তি এই সময় পর্যন্ত কালকে বুঝানো হয়েছে। লম্বা সময়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ন ৭০ বছর।


কাজী ইব্রাহিমের বয়ান শুনছিলাম। নুয়াইম বিন হাম্মাদের কিতাব থেকে। পৃথিবির এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে রোগে বা ক্ষুধায়। এক তৃতীয়াংশকে মারা হবে যুদ্ধে। বেচে থাকবে শেষ তৃতীয়াংশ। এটা পাঞ্জেরি আসার আগে।


আগে পড়ে ধারনা করতাম স্কিপ করার মতো বর্ননা। কারন এত মানুষ তো আর মারা যাবে না। এখন ঘটনা দেখছি। সভ্যতা যেভাবে ব্রেক পেডেলে চাপ দিয়ে ক্রিচিং হল্টে চলে এসেছে এক মাসের মাঝে।


এরকম আরো হাদিস আছে। কোনোটায় মনে পড়ে ৯০% মারা যাবে বলা আছে। দেখতে হবে। ব্যসিক্যলি বহু মারা যাবে। মধ্যপ্রাচ্যে একেবার পরিষ্কার হয়ে যাবে।


আবু দাউদ শরিফের হাদিস সাহাবা কিরামগন জিজ্ঞাসা করলেন "ঈসা আঃ যখন নেমে আসবেন তখন আমরা কোথায় থাকবো?" বললেন তখন আরবদের সংখ্যা হবে অনেক কম এবং থাকবে কেবল জেরুজালেমের আশে পাশে।


সিহা সিত্তার হাদিস যেহেতু বহু আগে পড়েছিলাম। ধারনা করতাম হয়তো আরব দেশের জনসংখ্যা বাংলা-পাকি-ভারতের থেকে এমনি কম সেটা বলা হচ্ছে। এখন বুঝি -- না, বরং যুদ্ধ ঘটনায় সব পরিষ্কার হয়ে যাবে।

    Comments:
  • জানা নেই।
  • ঠিক করা হয়েছ। জাজাকাল্লাহ।

5-Jul-2020 10:24 pm

Published
5-Jul-2020