#আশা
আশা আর ভয় হাত ধরা ধরি করে চলে। একই অন্তরে আশা আর ভয় দুটোই এক সাথে থাকে কি করে? এটা পথযাত্রীদের পুরানো প্রশ্ন। বড়রা উত্তর দিয়ে গিয়েছেন, একসাথেই থাকে। দুই ডানার মতো।
কারো জন্য আশা তাকে আমলে বেশি উৎসাহি করে।
কারো জন্য ভয় তাকে আমলে বেশি উৎসাহি করে।
অন্তরে কখনো ভয়ের প্রাবল্য আসে।
আবার অন্য সময়ে আশার প্রাবল্য।
বয়সের প্রথম দিকে ভয় বেশি থাকা ভালো, যেন গুনাহ থেকে বাচতে পারে।
শেষ বয়সে আশা বেশি। মৃত্যুর আগে।