#আশা
فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم
রাসুলুল্লাহ ﷺ আমাদের জিজ্ঞাসা করলেন :
أَتَرَوْنَ هَذِهِ طَارِحَةً وَلَدَهَا فِي النَّارِ
তোমরা কি ভাবতে পারো এই মা তার সন্তানকে আগুনে ফেলবে?
قُلْنَا لاَ وَهْىَ تَقْدِرُ عَلَى أَنْ لاَ تَطْرَحَهُ
আমরা জবাব দিলাম : না! যদি তার সামর্থে থাকে আগুনে না ফেলা।
فَقَالَ اللَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هَذِهِ بِوَلَدِهَا
উনি ﷺ বললেন : বান্দাদের প্রতি আল্লাহর রহম এই মায়ের থেকে বেশি।
- বুখারি ও মুসলিম।
এটাই শেষ আশা।