১
শয়তানকে লানত দিয়ে দোয়া না করি। বরং শয়তানের ক্ষতি থেকে বেচে থাকার জন্য দোয়া করি।
২
কাফেরদেরকে লানত দিয়ে দোয়া না করি। বরং কাফেরদের উপর বিজয়ের দোয়া করি।
৩
"হে আল্লাহ আমি যেন গুনাহ না করি" এমন দোয়া প্রচুর থাকার কথা ছিলো হাদিসে। নেই। আছে যা সবচেয়ে বেশি সেটা হলো "হে আল্লাহ আমার গুনাহ মাফ করেন।"
- Comments:
- ^ "হজ্জ করে আসার পরে খুব ভালো এবং পরিবর্তিত মানুষ হিসাবে বাকি জীবন কাটাতে হয়" -- এই বিশ্বাস। নয়তো "হজ্জ নষ্ট হয়ে যায়।"