#আগে
১
৮০র দিকে হিফজ করাকে মনে করা হতো বাচ্চা বয়সের কাজ। ১২ বছরের পরে পারে না। কত আলেমকে জিজ্ঞাসা করেছি সবাই একই কথা বলতো।
এখন এই লকডাউনে কত কত মানুষ হিফজ করছে। বন্যার মতো যেন জোয়ার এসেছে।
২
৮০র দিকে হজ্জ করাকে মানুষ মনে করতো বৃদ্ধ বয়সের কাজ। টাকা থাকলেও হজ্জে যেতো না কারন "হজ্জ রাখতে পারবে না"।
এর পর সময় আসলো যার সামর্থ আছে সে হজ্জে যাচ্ছে।