Post# 1593779231

3-Jul-2020 6:27 pm


কাউকে লানত না দেয়ার পক্ষে : কাফেরদেরকেও না :

রাসুলুল্লাহ ﷺ প্রথমে কাফেরদের লানত দিতেন নামাজে। এর পর এর উপর আল্লাহ তায়ালা আয়াত নাজিল করেন

لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذَّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ

এটা আপনার উপর না যে আল্লাহ তাদের মাফ করবেন নাকি আযাব দেবেন। তবে তারা অবশ্যই জালিম।

এর পর রাসুলুল্লাহ ﷺ তাদের জন্য আর বদদোয়া করতেন না। এবং ইবনে আব্বাস রাঃ বলেন শেষে তাদের অধিকাংশকেই আল্লাহ তায়ালা ইসলাম কবুল করান।

এর উপর বুখারি শরিফের একটা হাদিস। আরো অনেক আছে।

https://sunnah.com/bukhari/96/74

3-Jul-2020 6:27 pm

Published
3-Jul-2020