আকিদা :
মুফতি জিয়াউর রহমানের ব্যবস্থাপনায় মুফতি সায়েম কাসেমির আকিদা প্রশ্নোত্তর শুনলাম।
যা বুঝলাম গত ৪০ বছর ধরে হানাফি দেওবন্দিদের আকিদা যা শিখেছি আর যা জেনেছি সেটা এমনই আছে এখনো। আলহামদুলিল্লাহ। ড্রিফট নেই।
অন্যদলগুলোর আকিদা ইগনোর করে সেগুলো আমি ভুলে গেলেই আমার আকিদা আবার শুদ্ধ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।
বললেন মৌলিক আকিদা ইমানে মুফাসসিলে যে ৬-৭ টার কথা আছে সেটাই মৌলিক আকিদা। এর উপর বিশ্বাস রাখলেই আমার ঈমান আছে। এত দিন যা বলছিলাম নিজের আকিদার উপর। এর বাইরে আকিদা নিয়ে যা বলেছি এগুলো ভুলে গিয়ে আল্লাহর কাছে তৌবা করতে হবে ঐ আকিদা শিখার পাপের জন্য।
আর আল্লাহর ব্যপারে বললেন ঐ পুরানো কথাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওলা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে না। যেটার উপর আমার আমল। আলহামদুলিল্লাহ।
তাই আকিদার ব্যপারে আমি যত কম কথা বলবো তত আমার মুক্তি। আর এর উপর অন্য দলগুলোর ব্যখ্যা যত কম শুনবো।
আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন। আমিন।
একটা রিলিফ। আল্লাহর কাছে যাবার আগে আরেকটা বিশাল চিন্তা কমলো আলহামদুলিল্লাহ।
- Comments:
- ^ দাড়ি সাদা। চুল নেই।
- ^ হানাফি শিক্ষা আমি হানাফি আলেমদের থেকে শিখি যদিও। সালাফি আলেমরা হানাফি শিক্ষাকে তাদের মতো ইন্টারপ্রেট করে বলে "এটা হানাফিদের শিক্ষাও" "আপনি ভুল"। এই জিনিসটা আমাকে বুঝে রিজেক্ট করতে হয়। দুঃখিত। জাজাকাল্লাহ।