কোরবানি :
১
বেঙ্গল মিট ওয়ালারা লিষ্ট দিয়েছে গরুর।
https://qurbani.bengalmeat.com/cattle/
গতবার যে গরুর দাম ছিলো ১৩০ হাজার, সেটা এবার ১৪০ হাজার। মানে ৮% এর মতো দাম বাড়িয়েছে।
কোরবানি ও প্রোসেসিং ফি গতবার ছিলো ২২ হাজার। এবার ২৫ হাজার টাকা। ১২% বেশি।
২
সরোবরে সার্চ করে দেখলাম তারা এখনো লিষ্ট আপ করে নি। ১২ তারিখে করবে।
https://www.facebook.com/shorobor.bd/photos/pb.168437956625713.-2207520000../1845376342265191/
কিন্তু সমস্যা হলো প্রোসেস করবে মাত্র ২০ টা গরু প্রথম দিন। দ্বিতিয় দিন মিলে মোট ৪০ টা। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। মানে যে আগে ওয়েবে ক্লিক করতে পারবে সে পাবে।
কিন্তু তাদের সাইট গতবার ডাউন হয়ে গিয়েছিলো অতিরিক্ত ভিজিটরের ধাক্কায়। যখন আপ হয় তখন দিয়ে দেখি সব বিক্রি :-) Some problem that businesses would love to have.
পজিটিভ : প্রোসেসিং ফি মাত্র ১২ হাজার টাকা। বেংগল ওয়ালাদের অর্ধেক।
৩
এখন "যদি লাইগা যায়" ধরে সরোবরের জন্য অপেক্ষা করতে পারি ১২ তারিখ পর্যন্ত। সে দিন ফেইল করলে এর পর বেংগল মিট।
অথবা ভাগ্য কি হবে সেটার উপর নির্ভর না করে বেংগল মিট কনফার্ম করতে পারি।
কি করবো চিন্তা করছি। :-)