বার্ধক্য :
১
ইব্রাহিম আঃ এর দাড়ি প্রথমে সাদা হওয়া আরম্ভ করে। উনি জিজ্ঞাসা করলেন "ইয়া রব এটা কি?" আল্লাহ তায়ালা জবাব দিলেন এটা আমার রহমত। বললেন "তবে আপনার রহমতকে আমার জন্য বাড়িয়ে দিন।"
২
পেকে যাওয়া চুল দাড়ি থেকে হাশরের মাঠে সাদা লাইটের মতো আলো বের হতে থাকবে। কাচাগুলো থেকে না। তাই পাকা চুল তোলা নিষেধ।
৩
কাহিনি : এক লোক মারা যাবার পরে স্বপ্নে তাকে দেখে সংগি জিজ্ঞাসা করে তোমার ব্যপারে আল্লাহ কি ফয়সালা করেছেন? বলেন আমি প্রায় ধ্বংশ হয়ে যেতে লেগেছিলাম। বললাম "হে আল্লাহ এটা তো আমি আশা করি নি!"
উনি বললেন "তবে কি আশা করেছিলে?"
বললেন আমার কাছে আপনার থেকে জিব্রীল থেকে মুহাম্মদ ﷺ থেকে সাহাবা থেকে সমস্ত রাবির নাম নিয়ে বললেন তাদের থেকে খবর এসেছে যে ঈমানের উপর থেকে বার্ধক্যে পৌছে তাকে আযাব দিতে আপনি লজ্জা বোধ করেন।
আল্লাহ তায়ালা জাবাব দিলেন : তারা সবাই সত্য বলেছে। এর পর আমাকে ক্ষমা করেন।
৪
প্রথমটা আলবিদায়াতে আছে। দ্বিতীয়টা হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে। তৃতীয়তটা বিভিন্ন কিতাবে আছে, ফাজায়েলে আমল সহ। আরবিতে খুজলে পাবেন।