গ্রামের একজন বৃদ্ধ। সাদা দাড়ি। নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে। প্রশস্ত হাসি দিয়ে মানুষের সাথে কথা বলে। সারাজীবন শারিরিক পরিশ্রম করে উপার্জন করেছে।
দ্বন্ধে সে জড়ায় না। কারন দ্বন্ধের বিষয়গুলো সে বুঝে না। সবাইকে সে ভালোবাসে। নিজের কোনো আইডলজি নেই যেটা দুনিয়ার মানুষ মানে না বলে সে সবার উপর রাগ। একারনেই সবসময় তার মুখে হাসি।
এই লোককে দেখলে আমি হায় করি। যদি তার মতো হতে পারতাম।
- Comments:
- ^ জীবনে কেবল দুজন দেখেছিলাম এরকম।
- ^ I know that Pakistan hasn't confirmed it. And the news is being circulated by Indian media only. Which is why didn't provide link.