Post# 1593621416

1-Jul-2020 10:36 pm


#advice

| "আমি সাইন্স, বাইয়োলজি, ফিজিক্স অনেক শিখেছি। এগুলো আখিরাতে কোনো কাজে আসবে না তাই আমার জীবন বৃথা। ঠিক?"

না ভুল।

আল্লাহ তায়ালার বিশাল সৃষ্টি দেখছেন না? কতটুকু জানেন?

আল্লাহ তায়ালা এটা সৃষ্টি করেছে বান্দা যেন এগুলো দেখে প্রশংসা করে।

তার রবের সৃষ্টি কত জটিল এর পরও সঠিক।
কত বিশাল এর পরও ধাপে ধাপে কত সুক্ষ।
কত নির্জিব এর পরও রন্ধে রন্ধে কত জীবন দিয়ে এটা সৃষ্টি করেছে।

এগুলো বান্দা বুঝবে, অনুভব করবে এর পর উনার প্রসংশা করবে।

আপনাকে আল্লাহ তায়ালা সৃষ্টির যে জ্ঞান দিয়েছেন সেটা অল্প সংখ্যকদের দিয়েছেন, এবং সেই অল্পদের কেউ এগুলো জেনে এর স্রষ্টার প্রশংসা করে না।

আপনি করবেন। অন্যরা আপনার মতো এই প্রশংসা গুলো করতে পারবে না কারন তারা জানে না।

সৃষ্টির একটা রহস্য আল্লাহ তায়ালা আপনার কাছে উন্মোচন করেছেন -- এর জন্য।

| "কি ভাবে করবো?"

১০০ বার সোবহানাল্লাহ পড়েন সকালে আর বিকালে।

প্রতি বার সোবহানাল্লাহ পড়ার সময় উনার সৃষ্টির যে অংশটা আপনাকে তাজ্জব করে সেটার কথা চিন্তা করবেন। এরকম ১০০ টা।

| "সোবহানাল্লাহ মানে কি?"

আল্লাহর সৃষ্টিতে কোনো খুত নেই। কোন দোষ নেই। উনি পবিত্র।

1-Jul-2020 10:36 pm

Published
1-Jul-2020