যারা হজ্জ করতে পারেন নি এখনো, এটা নিয়ে দুশচিন্তা করবেন না। হজ্জের পথ খোলা এবং নিরাপদ না থাকলে হজ্জ ফরজ হয় না।
"নিরাপদের" সংগা হানাফিদের কিতাবে দেয়া আছে নৌপথে যদি ৫০% এর বেশি মারা যায় তবে অনিরাপদ। ৫০% এর কম হলে নিরাপদ।
হাই ক্রাইটেরিয়া। কভিডে মৃত্যুর হার যেখানে ০.৫%। কিন্তু এখন বাধা হলো পথ খোলা না। বরং বন্ধ।
- Comments:
- ^ জানা আছে কিন্তু বলতে পারছি না। বা ব্যসিক্যলি এটাকেই আমি সংক্ষেপে বলি "জানা নেই"। কিন্তু এটা আপনি মাসলার কিতাবে দেখে নিতে পারবেন। "হজ্জ ও মাসায়িল" দ্রষ্টব্য। হানাফি হলে। আবার দুঃখিত যে আমি বলতে পারছি না।