Post# 1593507014

30-Jun-2020 2:50 pm


"বিশ্বনবী"

সিরাত গ্রন্থ একটাই সম্পূর্ন পড়েছি সেটা হলো এটা। বহু আগের। আর আমার বাপ দাদাদের রেখে যাওয়া বইসমূহের একটা বই। এর পর আর কোনো সিরাত পড়া হয় নি। বা পড়ার প্রয়োজন বোধ করি নি।

দুই খন্ডে। প্রথম খন্ডে গোলাম মোস্তফা, রাসুলুল্লাহ ﷺ এর জীবনি লিখেছেন। দ্বিতীয় খন্ডে মিরাজ, জন্মের তারিখ, মৃত্যুর তারিখ এসকল প্রসংগে বৈজ্ঞানিক আলোচনা করেছেন।

শিক্ষনীয় ছিলো। পরবর্তিতে আল-বিদায়ার অনুবাদ আসে ৯০ এর দিকে যখন আরো বিস্তারিত জানার সুযোগ ছিলো। এটা পড়তাম ৭০ এর শেষে বা ৮০র প্রথম দিকে।

আল্লাহ তায়ালা উনার রাসুলের উপর সংখ্য সালাম পাঠান।

#book

30-Jun-2020 2:50 pm

Published
30-Jun-2020