#সবর
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ
মুসাইব বিন সাইদ রাঃ বলেন উনার পিতা থেকে
، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ أَشَدُّ بَلاَءً
রাসুলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করলাম : ইয়া রাসুলুল্লাহ! কোন মানুষের উপর সবচেয়ে প্রচন্ড বিপদ আসে?
قَالَ " الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ
বললেন, নবিরা এর পর যারা সবচেয়ে ভালো এর পর যারা সবচেয়ে ভালো
فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ
একটা লোককে তার দ্বীনের পরিমান মতো কষ্টে ফেলা হয়।
فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلاَؤُهُ
তার দ্বিন যদি মজবুত হয়, তবে তার উপর বালা হয় প্রচন্ড
وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ
আর তার দ্বিন যদি দুর্বল হয় তবে যতটুকু আছে ততটুকু কষ্টে ফেলা হয়
فَمَا يَبْرَحُ الْبَلاَءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ
বান্দার উপর থেকে বালা ঐ পর্যন্ত শেষ হয় না, যতক্ষন না সে মাটির উপর হাটছে যে তার আর কোনো গুনাহ নেই।
- তিরমিযি শরিফের হাদিস।
আল্লাহ তায়ালা আমাদের মাফ করুন।
https://sunnah.com/tirmidhi/36/96
- Comments:
- আরবিটা দিয়েছি আমার অনুবাদ ভুল হলে আরবি দেখে সঠিকটা আপনি জেনে নিতে পারবেন তাই।