Post# 1593420438

29-Jun-2020 2:47 pm


মাঝে মাঝে চিন্তা করি।

"কোভিড আসছে খবর পেয়ে দূরে কোথাও চলে যেতাম। বিশাল মাঠের মাঝে মাচা করে ঘর করে একা। মাঝে মাঝে মাচায় বসে পা দুলিয়ে সফট মিউজিক? দক্ষিনা হাওয়া।"

তবে,

প্রথমতঃ ঐ খানে বসেও করোনা আক্রান্ত হবো না এমন নিশ্চয়তা নেই। শহরে পাশের ২০ গজ দূরে একজন বেচে যাবে। কিন্তু ২০০ কিলোমিটার দুরে বসেও আমি আক্রান্ত হতে পারি।

দ্বিতীয়তঃ মহামারি এলাকা থেকে পালালাম, আল্লাহর ফয়সালার ভয়ে। করোনায় মরলেও আর শহিদ না।

তৃতীয়তঃ আন্ডারলাইং রোগগুলো সবগুলো আছে। করোনায় না মরলেও সেই রোগগুলোতে ধুকে ধুকে মরবো।

চতুর্থতঃ যদি বেচে যাইও, তবে লক্ষ মানুষ যেখানে মারা যাচ্ছে আমি বেচে থেকে "সার্ভাইভরস গিল্ট" অনুভব করতে থাকবো। নিজেকে অপরাধি।

পঞ্চমতঃ আর হাশরের মাঠে এইভাবে আমাকে দূরে একটা ঘর দিয়ে আল্লাহ তায়ালা যে বাচিয়ে দিলেন এটা একটা বিশাল নিয়ামত হিসাবে গন্য হবে। যার হিসাব আমি দিতে পারবো না।

ষষ্ঠতঃ এর পর মৃত্যুর সময় একদিন আসবেই। তাই শেষ পর্যন্ত মৃত্যু থেকে বাচা নেই।

তাই আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। উনি যে অবস্থায় রাখেন।
আর উনার হামদ আদায় করতে থাকা, যে অবস্থায় যেভাবে রেখেছেন তার উপর।

29-Jun-2020 2:47 pm

Published
29-Jun-2020