"আপনি বললেই হবে"
১
"স্যার আপনি একবার ফোন করে বলে দিলেই হবে। প্লিজ বিপদে পড়ে এসেছি"
স্যার কাটাচ্ছে, "না সম্ভব না।"
"সম্ভব স্যার। আপনি বললেই হয়।"
স্যারের উপরও স্যার আছে। স্যারকে জবাবদিহি করতে হয়।
২
হাশরে।
"আল্লাহ, আপনি চাইলেই হবে।"
উনার উপরে কেউ নেই।
কোনো স্বিদ্ধান্তের জন্য উনার কারো কাছে জবাবদিহি করতে হয় না।
সত্যিকারে উনি চাইলেই হবে।
উনি চাইলে আমাকে ধরতে পারেন। চাইলে মাফ করতে পারেন।
উনি যা চান তাই হবে।
উনি চাইলেই হবে।