Post# 1593330925

28-Jun-2020 1:55 pm


#সাইন্স


এত কিছু করছে কিন্তু যেটা করতে পারে নি সেটা হলো মানুষের হায়াত বৃদ্ধি করা। দুই হাজার বছর আগেও মানুষ সর্বোচ্চ ১২০ বছর বাচতো। এখনো তাই। ১৪০০ বছর আগেও ৮০ বা ৯০ এ মানুষ মারা যেতো অন্য কোনো কারন না থাকলে, এখনো এই বয়সেই মারা যায়। সবকিছুর জন্য কদর বা সময় নির্ধারিত আল্লাহ তায়ালা যেমন বলেছেন।


টেকনোলজি। এত কিছু করছে কিন্তু এন্টি গ্রেভিটি তৈরি করতে পারে নি। মধ্যাকর্ষনকে কাটিয়ে দেয় এমন কিছু যেটা দিয়ে মানুষ শুন্যে ভাসতে পারবে। যেমন সকল সাইন্স ফিকশনে দেখা যায়। দুনিয়া ছেড়ে মানুষ উপরে উঠতে পারবে না। মাটির মানুষ মাটিতেই লেগে থাকে। আল্লাহ তায়ালা যেমন বলেছেন।

28-Jun-2020 1:55 pm

Published
28-Jun-2020