Post# 1593267583

27-Jun-2020 8:19 pm


#সবর


৮০র আগেও দেশে মুসলিম ছিলো। গ্রাম গঞ্জে সারা দেশে। সবার মাটির ঘর। অধিকাংশই নিরক্ষর। অভাব চারদিকে। কিছু দিন পর পর দুর্ভিক্ষ, আর মহামারি। মানুষ না খেয়ে থাকে।

এর পরও তারা আল্লাহর ইবাদত করতো। নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো, আল্লাহর হুকুম মেনে চলতো।


এত শিক্ষা, এত উন্নতি এগুলো রিসেন্টের ঘটনা। কিন্তু দারিদ্রতা অভাবের ভেতর দিয়ে গিয়েই এই উম্মাহ ১৪০০ বছর পার করেছে। শহর ছিলো স্বল্প, সেখানে থাকতো খুব কম মানুষ। অধিকাংশ মুসলিম থাকতো তার ভাঙ্গা চালের মাটির ঘরে।


এটা উম্মি নবির ﷺ পরিচয় । যে উনার অধিকাংশ অনুসারিরাও এই গত ৪০ বছরের আগে পর্যন্তও ছিলো উম্মিহ। কিন্তু দ্বিনের উপর চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু সবার ছিলো। অভাবের মাঝেও মসজিদে পাচ ওয়াক্ত নামাজ কায়েম রাখতো। পরবর্তি বংশধরদের দ্বিন শিখিয়ে যেতো।


এই উম্মাহর পুরষ্কার আল্লাহ তায়ালা রেখেছেন আখিরাতে। আমরা উনার দিকে ফিরছি।

দুনিয়ার জীবন কষ্টের?
কবর হবে ইনশাল্লাহ এর থেকে আরামের।
হাশর হবে কবরের থেকে উত্তম।
জান্নাত হাশরের থেকে উত্তম।

কষ্ট থেকে ধিরে ধিরে আনন্দে।
তখন আনন্দটা আরো বেশি উপভোগ্য।

27-Jun-2020 8:19 pm

Published
27-Jun-2020