Post# 1593179270

26-Jun-2020 7:47 pm


#হাদিস

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
আবু হুরাইরা রাঃ বলেন

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ

এক ব্যক্তি রাসুলুল্লাহ ﷺ এর নিকট এসে বললো

يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي

ইয়া রাসুলুল্লাহ! কেউ এসে আমার সম্পদ যদি কেড়ে নিতে চায়?

قَالَ ‏"‏ فَلاَ تُعْطِهِ مَالَكَ ‏"‏

উনি ﷺ বললেন : তাকে তোমার সম্পদ দেবে না।

‏.‏ قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي

যদি সে আমার সাথে মারামারি লাগে?

قَالَ ‏"‏ قَاتِلْهُ ‏"

বললেন : তবে তার সাথে মারামারি করো।

‏قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي
সে যদি আমাকে হত্যা করে?

قَالَ ‏"‏ فَأَنْتَ شَهِيدٌ ‏"‏

তবে তুমি শহিদ।

قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ

আমি যদি তাকে হত্যা করে বসি?

قَالَ ‏"‏ هُوَ فِي النَّارِ ‏"

তবে সে জাহান্নামি।

- মুসলিম শরিফের হদিস।
https://sunnah.com/muslim/1/267

26-Jun-2020 7:47 pm

Published
26-Jun-2020