Post# 1593166953

26-Jun-2020 4:22 pm


#কোরবানি


মনে হচ্ছে কোরবানির হাট এবার মন্দা যাবে। মানুষের হাতে টাকা নেই। যারা এক গরু দিতো তারাও শেয়ারে দেয়ার কথা বলছে।

কিন্তু এটা ধারনা। দেখা যাক কি হয়। উল্টো হতে পারে।


গরুর গুটি রোগে অনেক গরু মারা যাচ্ছে। ছোট বেলায় শুনতাম এই রোগের কথা। এখন ছড়ানোর কথা পেপারে আসছে।


আর ৩০ দিন। গত বছর এই সময় নাগাদ অনলইনে গরু কিনে ফেলেছিলাম। এবার কারো কোনো খবর নেই।


গতবার হাটে বিশাল সাইজের গরু প্রচন্ড মার খেয়েছিলো। ছোট গরু ধুমারসে বিক্রি হয়েছিলো। এবারও একই হবে মনে হয়।


আমি একটা গরু পেলে বড় করে বিক্রি করলাম। কিছু লাভ পেলাম। ভালো। সেটা না করে মানুষের কাছ থেকে ধার কর্য করে ২০ লাখ টাকা দিয়ে গরু বড় করে বিক্রি করলাম ২০ লাখ টাকায়। আমি আগের মতই দেউলিয়া। বিক্রি করতে না পারলে আমি শেষ। কিন্তু মানুষ মনে করছে আমি বহু লাখ টাকার মালিক।

ধার করে ব্যবসা করা জায়েজ। আমার পছন্দ না। এই।


আমার একটা গাড়ি আছে লাগবে না। বিক্রি করে দেই ১০ লাখ টাকা পাবো। রেন্টে কারে দেই। ২ বছর পরে ১০ লাখ টাকা লোকসান + গাড়িও আর থাকবে না।

মানুষ মনে করে ব্যবসা করলে লাভ। শুধু কিছু পুজি পেলেই হলো। কথাটা ভুল।


গতবার বেংগল মিটে অর্ডার দিয়ে কোরবানি দিয়েছিলাম। এর FAQ এখানে।

https://www.facebook.com/habib.dhaka/posts/10156571700268176

এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলাম এখানে।

https://www.facebook.com/habib.dhaka/posts/10156588683543176

এবার মনে হচ্ছে তাদের সার্ভিস সে রকম নেই করোনার ধাক্কায়। সরোবোর কি করে দেখার অপেক্ষায়।

এখনো অনিশ্চিৎ কি করবো।

    Comments:
  • ৬ নম্বরের ব্যখ্যা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155356928668176
  • ^ indeed.

26-Jun-2020 4:22 pm

Published
26-Jun-2020