Post# 1593085586

25-Jun-2020 5:46 pm


আমার দ্বিনদ্বারি যেন অন্য মুসলিমদের প্রতি আমার অন্তরে বিদ্বেষ না আনে। যে আমার মতো সঠিক ভাবে ইসলামের অনুসরন করছে না তাদের প্রতি।

এজন্য ফরজ-ওয়াজিব-সুন্নাহ-মুস্তাহাব-অপছন্দ-মাকরুহ-হারামের সঠিক পার্থক্য করতে পারাটা জরুরি।


সুন্নাহকে যদি আমি ফরজের মতো করে পালন করি?

সমস্যা নেই। কিন্তু একে যদি আমি ফরজের মতো ধরি, তবে সমস্যা। যারা পালন করে না তাদের প্রতি আমার অন্তর বিষিয়ে থাকবে "রাসুলুলল্লাহ ﷺ এর প্রতি তাদের মহব্বত নেই" দাবি করে।

তখন তারা যত না ভুল, আমার ভুল এর থেকে বেশি।


এর থেকে খারাপ যখন মুসলিমদের প্রতি আমার এই বিদ্বেষকে কে আমি কাজে পরিনত করবো তাদেরকে কথা বা হাত দ্বারা আক্রমন করা দ্বারা। কারন আমার দৃষ্টিতে তারা সঠিক দ্বিনের উপর নেই, দ্বিনের অস্বিকারকারি।

আমি পথভ্রষ্টতার দিকে আরো এক ধাপ এগুলাম।


পিতা-মাতার হুকুম মানতে হবে। ফরজের বিপরিত কোনো হুকুম দিলে বা হারাম কাজে হুকুম দিলে মানা যাবে না।

যা ফরজ না সেটাকে যদি আমি ফরজের মতো করে অনুসরন করি তবে আমি আমার পিতার বিরোধিতা করবো এমন কিছুর উপর বিশ্বাস রেখে যেটা আমার জন্য জরুরি ছিলো না।

আমার ধ্বংশ। না দুনিয়ায় আমার লাভ, না আখিরাতে।

আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুসতাকিমের উপর রাখুন।

25-Jun-2020 5:46 pm

Published
25-Jun-2020