১
পাগলাকে বললাম "সাকো নাড়াইও না, আমি পার হবো"।
সে নাড়াবে। তার মনে ছিলো না, কিন্তু আমি বলায় তার মনে পড়ে গেলো।
এখানে পাগলার দোষ। আমি তো আর নাড়াই নি। আমার দোষ হলো আমি তাকে উত্তেজিত করে তুলেছি।
আমার বেশি দোষ না, ঠিক?
২
পড়ছিলাম কোনো এক হাদিসে। দাজ্জাল উত্তেজিত হয়ে বের হয়ে আসবে। ঐ যুগের সবচেয়ে খারাপ মানুষ হবে সে যে তাকে রাগিয়ে বের করে নিয়ে এসেছে।
ঐ লোক তো আর দাজ্জাল না। দাজ্জালের দলেও যোগ দেয় নি।
দাজ্জালের বিরোধিতা করছিলো হয়তো।
বেসিক্যলি সে পাগলারে হয়তো নিষেধ করছিলো সাক্কা না নড়াতে।
৩
প্রশ্ন ছিলো ইখতিলাফ-ফিতনা নিয়ে আর কিছু কভার করবো কিনা।
বা ধরেন "#মডারেট_মোজলেম" ট্যগটা আবার ব্যবহার করবো কি না।
- Comments:
- Walaikumus Salam.
- ^ The good part is if you can see the similarities between the slogans and propagandas with that of the communists of the 80s.