#আখিরাত : "প্লান-বি"
১
জীবন একটাই। পরিক্ষা একবারই।
এত সব কিছুর পরও যদি দেখি জান কবযের সময় আযাবের ফিরিস্তারা এসেছে। তবে কোনো প্লান-বি আছে?
২
সিলেটের মাদ্রাসার মুদাররিস। পীর। মারা যান গতবছর। ইউটুবে সার্চ দিয়ে লেকচার শুনি। বলছেন :
যদি আল্লাহ তায়ালা সাত আসমান আর জমিনকে কামান বানান। আর সেই কমান দিয়ে উনি তোমাকে মারতে আসেন। তখন তুমি কি করবে?
উনি বললেন : আমি তখন আল্লাহর কোমর জড়িয়ে ধরবো। উনি ছাড়া কেউ বাচাতে পারবেন না।
৩
ফাজায়েলে হজ্জের বর্ননা।
চাচা কাবা শরিফে বলছে "লাব্বাইক"।
গায়েব থেকে জবাব আসছে "লা লাব্বাইক"।
ভাতিজা পাশে। বলে, "চাচা, শুনছেন না?"
চাচা বলে, "ভাতিজা তুমিও শুনে ফেলেছো?" এতদিন সে একা শুনতো। গোপন থাকতো।
ভাতিজা বলে "চাচা, তবে এত কষ্ট করে লাভ কি?"
চাচা বলে : "তবে আর কোন দরজা আছে যে আমি কড়া নাড়াবো? আর কোনো যাবার জায়গা আছে? তাই কড়া নাড়ি। ৭০ বছর ধরে প্রতি হজ্জে। উনি জবাব দেন "তুমি হাজির না"। কিন্তু আমার যাবার আর কোনো জায়গা নেই। আমি নাড়তেই থাকি।
বলে কান্নায়।
গায়েব থেকে এবার জবাব আসে : তোমার এই হজ্জ কবুল। আগের ৭০ হজ্জও কবুল।
৪
বহু আগে একজন মুরিদের কথা শুনছিলাম। বলছিলেন : আল্লাহ প্রতি প্রচন্ড ভয় আনতে হবে প্রথমে। এর পর আল্লাহর প্রতি ভালোবাসা আসবে সেই ভয় থেকে। উনি ছাড়া আর কেউ নেই উনার আযাব থেকে বাচাতে।
কথা অপ্রয়োজনে জটিল মনে হয়েছিলো। ঐ সময়ে।
৫
বলছিলাম : স্বল্প রিস্কেও একটা Plan-B রাখি।
অনন্তকালের ফায়সালা। আমার কোনো প্লান বি আছে?