Post# 1592959838

24-Jun-2020 6:50 am


আব্দুল্লাহ বিন মুবারক, কিতাবুল জিহাদের লিখক, তাবেয়ি, ২০০ হিজরির দিকে।

স্বপ্নে দেখেন দুই ফিরিস্তা কাগজের লিষ্ট নিয়ে এসেছে। একজন অন্যজনকে জিজ্ঞাসা করছে

"এটা কিসের লিষ্ট?"
"এবার যারা হজ্জ করতে এসেছে"
"কয়জন এসেছে?"
"ছয় লক্ষ"
"কয়জনের হজ্জ কবুল হয়েছে?"
"ছয় জনের"

হজ্জের আগের রাতে মিনাতে এই স্বপ্ন দেখে উনি পেরশান। "মাত্র ছয় জনের লিষ্টে কি আর আমার নাম থাকবে?" পরদিন হায় করছেন। আরাফায় এত এত মানুষ, এত দৌড় ঝাপ, কিন্তু কারো হজ্জ কবুল না। কেউ জানে না। সবই বৃথা।

পরদিন রাতে আবার স্বপ্নে সেই দুই ফিরিস্তা। একজন অন্যজনকে বলছে

"তবে বাকি সবার চেষ্টা বৃথা গেল।"
"না। যে ছয় জনের হজ্জ কবুল হয়েছে তাদের উসিলায় আল্লাহ তায়ালা বাকি সবার হজ্জ কবুল করেছেন।"

প্রসংগ : এবার ১০০০ জন হজ্জ করতে পারবে।

সুত্র : ফাজায়েলে হজ্জ।

24-Jun-2020 6:50 am

Published
24-Jun-2020