খবর : মাত্র ১০০০ জন এ বছর হজ্জ করতে পারবে।
মানে কেবল স্টাফ। সৌদি ভিআইপিরাও না।
শিক্ষা :
"হজ্জ করা একেবারেই সহজ। টাকা জমা দিলেই হয়।"
তবে এখনই করে নাও। মনে হচ্ছে এরকম যুগ যুগ ধরে থাকবে? ভুল। কিছু দিন পরে আর এরকম থাকবে না। কঠিন হয়ে যাবে।
"লকডাউনে চাইলেই সারাদিন একজন নামাজ পড়তে পারে। ব্যপার না"
তবে পড়ে নাও। দ্রুতই এটা চলে যাবে, তখন এই সুযোগ থাকবে না।
"চাকরি নেই। তাই সারাদিন ইবাদত করা যায়।"
তবে করে নাও। কারন কিছু দিন পরে ব্যস্ততা চলে আসলে আর ইবাদতের সুযোগ পাবে না।
সময় থাকতে আমল করে নাও। মনে হতে পারে এই সুযোগ যুগ যুগ ধরে থাকবে। থাকবে না। খুব দ্রুত ভিন্ন কোনো পরিস্থিতি চলে আসবে।
"কিন্তু কষ্ট!!! চাকরি নেই। টাকা নেই। পেরশানি, অস্থিরতা।"
কষ্টটা চলে যাবে ইনশাল্লাহ। কষ্টের সময়ের আমলটা রয়ে যাবে।
কষ্টটা তুমি সময়ের সাথে ভুল যাবে।
আমলটা তোমার সুখ স্মৃতি।
তোমার সঞ্চয়, তোমার সম্বল।