#আশা
আবু যর রাঃ কে রাসুলুল্লাহ ﷺ বললেন
مَا مِنْ عَبْدٍ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ، إِلاَّ دَخَلَ الْجَنَّةَ
বান্দাদের মাঝে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আর এর উপর সে মারা যাবে। সেই জান্নাতে যাবে।
আবু যর রাঃ বললেন,
যদিও সে জেনা করে চুরি করে?
উনি ﷺ বললেন : যদিও সে জেনা করে চুরি করে।
আবার বললাম, যদিও সে জেনা করে চুরি করে?
উনি ﷺ বললেন : যদিও সে জেনা করে চুরি করে।
আবার বললাম, যদিও সে জেনা করে চুরি করে?
উনি ﷺ বললেন :
যদিও সে জেনা করে চুরি করে।
যদি আবু যর সেটা অপছন্দ করে তবুও।
বুখারি শরিফের হাদিস।
https://sunnah.com/bukhari/77/44