১
"কোরআন মুখস্ত করে ভুলে যাওয়া উম্মাহর সবচেয়ে বড় গুনাহের মাঝে একটা।" -- অর্থ এই না যে একারনে কম মুখস্ত করবো বা এ ভয়ে বিরত থাকবো। বা সন্তানকে হাফেজ বানাবো না।
"বাসায় কোরআন রেখে না পড়লে কোরআন অভিশাপ দেয়" -- অর্থ এই না যে বাসায় কোরআনের কোনো কপি কিনবো না। কারন যদি আমি না পড়ি।
"নামাজ অমনোযোগের সাথে পড়লে নামাজ গুটিয়ে তার মুখে নিক্ষেপ করা হয়। তাকে অভিশাপ দেয়" -- অর্থ এই না যে সেই ভয়ে নামাজ পড়বো না। পড়লে ভালো মতো, নয়তো না পড়া ভালো।
২
এজন্য এই যুগে সোয়াব আর সুসংবাদের কথা বলে দাওয়াহ দেয়া ভালো। যেহেতু এখন মানুষ ইবাদত থেকে বিরত থাকাকে ডিফল্ট মনে করে। না করলে সমস্যা নেই। করলে যেন "আমি করলাম"।
যার মাঝে আল্লাহর ভয় আছে তার জন্য এগুলো কাজে দেয় তার সাবধান হবার জন্য।