আরো কিছু কথা :
"আপনি গ্লোবাল শেয়ার দিয়ে পোষ্ট দেন কেন?"
প্রথমতঃ নিজের সন্তানদের জন্য। তারা যেন আমি মারা যাবার পরেও পড়তে পারে এগুলো। এর পর দ্বিতীয়তঃ অন্য কেউ যদি এতে ভালো কিছু পায়।
"নিজের পরিবারের জন্য হলে ফ্রেন্ড অনলি করে দেন।"
তাদের বয়স ১০ থেকে ২০। নিশ্চিৎ থাকতে পারি বড় হতে হতে তারা অনেক ফেসবুক একাউন্ট হারাবে, নতুন একাউন্ট তৈরি করবে। ফ্রেন্ড অনলি করে পোষ্ট দিলে তাদের নতুন একাউন্ট থেকে পড়তে পারবে না। এর উপর আছে তাদের নাতি পুতি ইনশাল্লাহ। যাদের জন্ম এখনো হয় নি।
"এগুলো আমার পছন্দ না।"
একারনে যাদের অপছন্দ তাদেরকে ব্লক করে রাখি।
- Comments:
- কে জানে। টুইটারে এবং নিউজ মিডিয়াতে ফ্লাড হয়ে গিয়েছে উনার বক্তিতার কথা। আর কি বলেছে জানা নেই। বা কোথায় কোন সময় সেই বক্তিতা।