#আখিরাত
জান কবজ করার জন্য ফিরিস্তারা আসেন। বুজুর্গ মানুষ জিনদেরও দেখতে পারে ও চিনে, কিন্তু জীবিত অবস্থায় ফিরিস্তাদের দেখে কোনো বুজুর্গ অভ্যস্ত না।
তাই অবাক হয় : এরা কারা? আমার বাসায় আসছে।
বহু বহু লোক মৃত্যুর আগে ঘরে তাদের আসার কথা বলে : আমি তাদের দেখতে পারছি।
এবং ঐ মুহুর্তে সে জানে সে জান্নাতি নাকি জাহান্নামি।
ফিরিস্তারা যদি সাদা পোশাকে আসে, হুজুরদের মতো দেখতে, তবে জান্নাতি।
যদি কুৎসিৎ চেহারায় গদা নিয়ে আসে, তবে সে জাহান্নামি।
প্রচুর লোকের বর্ননা শুনেছি মৃত্যুর আগে কেউ বলছে : বাসায় হুজুর আসছে। তাদের বসাও। নাস্তা দাও। মহিলা হলে বলে আমার মাথায় ঘোমটা দাও।
প্রচুর বর্ননা শুনেছি অন্য কেউ বলছে : জানালায় কে যেন গদা নিয়ে দাড়িয়ে আছে, আমাকে মারবে। তোমরা তাকে তাড়াও।
আমরা আল্লাহর দিকে ফিরবো।